সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা মহানগরীর ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
পঠিত: ৯২ বার

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাড়া ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, রাত আড়াইটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যে ঘরে লাশগুলো পরে ছিলো সেখানে খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ

পুলিশের ওপর হামলা: গিয়াস উদ্দিন আত তাহেরির নামে আরও মামলা

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

কুমিল্লায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস এসোসিয়েশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

৭ই মার্চ, ১৫ আগস্টসহ আট জাতীয় দিবস, বাতিলের সিদ্ধান্ত

কুমিল্লায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ০২

দিনাজপুরে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে সফল কৃষক

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা