সোমবার , ২৪ জুন ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় লীগ নেতা প্রাণ হারিয়েছেন।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২৪, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
পঠিত: ৫৬ বার

নিজস্ব প্রতিবেদক //

আজ সোমবার (২৪ জুন) সকাল ৬.৩০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ (সোমবার) ভোরেও রেললাইন দিয়ে শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে বের হন মমিন। এ সময় ওই রেলপথে চলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি অসুস্থ, ছুটিতে আছি। বিষয়টি শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ