শনিবার , ১৪ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে লাল দীঘির পাড় এলাকায় যোথবাহীনির অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: ৯৪ বার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লাল দিঘীর পাড় এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ গোপন অভিযানে ইয়াবা, গাঁজা ও বিদেশি বিয়ারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করে তা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

 গতকাল গভীর রাতে সেনাবাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার একটি নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ ও আশপাশের বাড়ি-ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়।

ইয়াবা ট্যাবলেট: ১,৩৫৫ পিস,গাঁজা: ২০ গ্রাম,বিদেশি বিয়ার: ২৯ ক্যান,নগদ অর্থ: ৬৮,২০০ টাকা,মোবাইল ফোন: ৩টি, অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে গোপন রাখা হলেও, তদন্তের স্বার্থে তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  রফিকুল ইসলাম জানান, “সেনাবাহিনী অত্যন্ত চৌকসভাবে অভিযান পরিচালনা করেছে। আমরা এখন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের ভাষ্যমতে, মাদক ব্যবসা দীর্ঘদিন ধরেই এলাকায় একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে এবং মাদকবিরোধী অভিযানে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

কুমিল্লায় সাত বছরের কন্যাকে খুন করলো বাবা

ড্রামের ভেতরে ৮৪ কেজি গাঁজা’সহ আটক এক

ইশরাককে সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব্য বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত

সাংবাদিক অর্ণবকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা

কুমিল্লায় ২৬ মামলার আসামী সন্ত্রাসী আল আমিন ও আবুল কাশেম পিস্তলসহ র‍্যাবের হাতে আটক

শামীম মেম্বারের মাদকসেবী ছেলেদের সন্ত্রাসী কর্মকান্ডে আতঙ্কিত কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারার জনগণ

ওসি’র চাকুরী ব্যক্তিগত বিষয়