শনিবার , ১ জুন ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধ

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ১, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
পঠিত: ৭৪ বার

কুমিল্লা সদর দক্ষিনে ১নং বিজয়পুরস্থ কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধর।

গোপন অনুসন্ধানে জানা যায় যে, মারধর কারী ব্যাক্তিরা হলেন…….
১। আবু খায়ের (দোকানীর ভাই)
২। শাহাজান (শাহজাহন স্টোর এর স্বত্তাধীকারী)
৩। তানভির ( যে ভিক্টিম এর গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করতে চেয়েছিল৷
৪। হাবিব (এলাকার)
৫৷ মান্নান ( ওই এলাকার)
৬৷ দুলাল (ওই এলাকার)
৭৷ আবুল (ওই এলকার)
৮৷ বশির সিএনজি ড্রাইভার

গত ২১ মে সকাল ১১:০০ টায়, কাশিপুর এলাকায় এঘটনা ঘটে। যাহা ১নং বিজয়পুরের ইউনিয়নের অন্তর্গত। ওই এলাকার চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, উক্ত বিষয়ে জানতে চাইলে তানভীর হোসেন পারভেজ জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
স্থানীয় লোকজন এবং শাহাজহান ষ্টোর নামীয় স্বত্বাধিকারী শাহজাহানের ছেলে সাব্বির জানান তার দোকান থেকে নোয়াপাড়া মাদ্রাসার কথা বলে একটি গ্যাসের সিলিন্ডার, চাল এবং বিভিন্ন পন্য নিয়ে টাকা না দিয়ে সিএনজি যোগে চলে যায়, পরবর্তীতে শাহাজাহানসহ স্থানীয় লোকজন যাওয়ার পথ রোধ করে কিছমত এলাকায় তাকেসহ সিএনজি আটক করে। পরবর্তীতে লোকজন কিছমত এলাকা থেকে কাশিপুর এলাকায় এনে এলোপাথাড়ি মাড়ধর করেন।
একপর্যায়ে তাকে ট্রেন রাস্তায় ফেলে মেরে ফেলার হুমকি প্রদান করেন, যাহা ভিডিওতে বলতে শোনা যাচ্ছে। তার নাম, তিনি বলেন সোহেল, সে নাকি আরও অন্যান্য যায়গায় এসব প্রতারণা করে আসছে।

পরিশেষে বলা যায় যে, অপরাধী যত অপরাধ করুক না কেন, দেশে প্রচলিত আইনে একজন প্রতারক হলেও তাকে মারধর করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং আইন অমান্য করা দন্ডনীয় অপরাধ।
এমন অপরাধে প্রশাসনের দৃষ্টি কামনা করছে সুশিল সমাজ।

###প্রশ্ন থেকে যায় যে দোকানী এত টাকার পন্য বাকিতে বিক্রি করলেন কেনো? যদি ওই লোকটাকে না চিনে থাকেন?
##অনেকেই বলাবলি করছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দোকানী ভাল প্রকৃতির লোক নহে। তার ভয়ে (শাহাজাহান) কেহ কথা বলতে রাজি নহে।
তদন্তের সার্থে আরও কিছু নাম বলা সম্ভব নহে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন: র‍্যাবের অভিযানে তিন পাহারাদার গ্রেফতার

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

সাংবাদিকদের ঐক্যবদ্ধতাসহ এ মুহূর্তেই যা জরুরি

র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছয় দফা দাবী আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে অবরোধ

কুমিল্লায় ঈদুল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা

খালেদা জিয়ার গাড়িবহরে পড়ে গিয়ে আহত  যুবদলের সভাপতি মুন্না হসপিটালে ভর্তি

হাসনাতের গাড়িতে সন্ত্রাসী হামলা

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল,গুলি,ম্যাগাজিনসহ ০৪জন ডাকাত গ্রেফতার

প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত তানিয়া খানম ছনিয়া