শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সিটির ১১৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১৪, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
পঠিত: ৩৩ বার

কুমিল্লা সিটির ১১৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কুমিল্লা সিটিতে ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ একদিন ব্যাপী জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়ন করবে কুমিল্লা সিটি করপোরেশন। এতে ৬-১১ মাম বয়সী ৭ হাজার ৮২৫জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।

এছাড়া ভিটামিন-এ ক্যাম্পেইনের প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও ওয়ার্ডে দুইজন করে সুপারভাইজার থাকবেন। সিটি করপোরেশনের এই ক্যাম্পেইনে ছয়টি সংস্থা সহযোগী হিসেবে কাজ করবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, ‘আমরা শতভাগ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুলের আওতায় নিয়ে আসতে চাই। সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছি।

’এসময় আরো বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া,মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত