বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যাসায়ী আটক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ১১, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
পঠিত: ১০৬ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

১১ জুলাই  র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন  মতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে।


১১ জুলাই বৃহস্পতিবার ভোররাতে জেলার কোতোয়ালি মডেল থানাধীন মতিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মতিনগর গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২৪), একই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মো. লিমন হোসেন (২৪), কুমিল্লার দাউদকান্দি থানার তালতলী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (২৬) ও কুমিল্লা কোতয়ালি মডেল থানার বারপাড়া গ্রামের মো. হালিম মিয়ার ছেলে মো. ইয়াছিন (২৩)।

র‌্যাব জানায়, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন আনুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ আমলে গ্যাসলাইনের রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

সবুজবাগে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার

সড়কের শাহজাদার বেতন ৩৪ হাজার  টাকা দিয়েই কি গড়েছেন সম্পদের পাহাড়?

১৮০০ পিছ ইয়াবাসহ সেনাবাহীনির হাতে আটক ০১

টেকনাফে  মানবপাচারের ১৫ চক্র সক্রিয়

পূর্ব শত্রুতার জের ধরে চোরচক্র দিয়ে দোকানে চুরি, গ্রেফতার হওয়ায় বাদীকে ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেন এলাকাবাসি।