রবিবার , ২ জুন ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল,গুলি,ম্যাগাজিনসহ ০৪জন ডাকাত গ্রেফতার

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ
পঠিত: ৮২ বার

কুমিল্লায় ১ টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২ জুন) মধ্যে রাত অনুমান- ১:৪৫ মিনিটের সময় গোমতী নদী বেড়ি বাঁধের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মৃত আ: আবুল হোসেনের পুত্র সোহেল মোল্লা (৩০), একই এলাকার মৃত জেহান উদ্দিনের পুত্র নেয়ামতুল (২৭), জেলার বরুড়া উপজেলার দেওরা গ্রামের মো: হারুন মিয়ার পুত্র বিল্লাল হোসেন (৩৪) ও একই গ্রামের মইন উদ্দিনের পুত্র আল-আমিন (২৩)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন।

পুলিশ জানায়: কোতয়ালী মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন সঙ্গীয় অফিসার নিয়ে রাত্রিকালীন নিরাপত্তামূলক ডিউটি করার সময় রাত্র অনুমান ১:৩৫ মিনিটের সময় গোমতী নদীর বেড়ি বাঁধের উপর ৮/১০ জন ডাকাত অটোরিক্সা, মিশুক ও যাত্রীদের মালামাল ডাকাতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত অনুমান ১:৪৫ মিনিটের সময় ক্যান্টনমেন্ট ফাঁড়ির আইসিসহ কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে গোমতী নদী এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার তৈরি কোড়াবাড়ি, ৪টি লোহার রড উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা নং-০৬/২০২৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কোতয়ালী মডেল থানার মামলা নং-০৭/ ২০২৪; ধারা-The Arm’s Act এর 19(f)/19A রুজু করে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন- বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রতিনিয়ত সতর্ক থেকে অপরাধীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাং এর সদস্যদের ছাড়িয়ে নিতে প্রশাসনকে তদবির কু”চক্র মহলের

কুমিলায় অর্থের বিনিময়ে রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন ইউপি সচিব গ্রেফতার

ঢাকা প্রেস ক্লাবের সভাপতি কে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করলেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন

অপহরণ মামলায় পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

সংবাদ সংগ্রহকালে “দৈনিক প্রথম আলোর” সাংবাদিকের মৃত্যু

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কাজ করে

২১ মামলার আসামী মাদক সম্রাট আল মামুন মাদকসহ গ্রেফতার

কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা