
আজ ১৫ জুন, শনিবার সকালে ৮.৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ের থানার আইসি ইকবাল বাহার।
স্থনীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লিচুবাহী একটি ট্রাক পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এসময় ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থললে নিহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের রোকজন এসে ভেতরে আটকে থাকা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। উক্ত সময়ে ময়নামতি ক্রসিং হাইওয়ের থানার পুলিশ এসে যানজট নিরসনে কাজ শুরু করে। দূর্ঘটায়কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা নিহত ব্যক্তি দুজন ট্রাকের চালক ও সহকারী।
ময়নামতি ক্রসিং হাইওয়ের থানার (আইসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে প্রক্রিয়াধীন রয়েছে।