মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বরুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৩০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
পঠিত: ১৭৩ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লা বরুড়া উপজেলায় নিজের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা করম আলীকে (৫৫) আটক করেছে বরুড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বরুড়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি ঝলম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সুজত আলীর ছেলে।

এ ঘটনায় বরুড়া থানায় মামলা দায়েরের পর নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

জানা যায়, গত বুধবার বরুড়ায় নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে এ পাষণ্ড বাবা। পরে মেয়ে চিৎকার দিলে তার মা দেখে মেয়ের ধর্ষণের চিত্র। পরে স্বামী তার স্ত্রী ও মেয়েকে দা দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখালে আর কাউকে ঘটনাটি জায়নায়নি। ছেলে মায়ের কাছ থেকে ঘটনার বিবরণ পেয়ে বরুড়া থানায় গেলে পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

মেয়েটির মা জানান, আমার স্বামী শ্রমিকের কাজ করে। সে এখন শুধু জুয়া খেলে নেশা করে আর টাকা খরচ করে। সংসারে তেমন খরচ দেয়না। আমি কোন রকম মানুষের বাড়িতে কাজ করে দিনযাপন করি। গত বুধবার রাতে আমার অজান্তেই রাতে মেয়েকে জোর করে ধর্ষণ করে। আমি দেখে ফেললে আমাকে ও আমার মেয়েকে দা দিয়ে ভয়ভীতি দেখায়। পরে আমার ছেলে ফয়েজকে ঘটনা জানালে সে পুলিশের কাছে গেলে পুলিশ মামলা নিয়ে তাকে আটক করে। আমি আমার মেয়ের ধর্ষণকারী এমন কুলাঙ্গার স্বামীর ফাঁসি চাই।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করম আলী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত করম আলীকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার সাবেক এসপি আব্দুল মান্নান গ্রেফতার 

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামালায়, ৬ জন আহত

কুমিল্লায় বিপুল পরিমাণ টাকা ও  মাদক জব্দ, আটক দুই

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৬৪ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চানাচুর বিক্রেতা এখন সম্পাদক, বোরহান হাওলাদার জসিম

কুমিল্লায় কাঁঠাল খাওয়ার পর দুই শিশুর রহস্যময় মৃত্যু

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ আটক ০১

শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করা ব্যাক্তির বাড়িতে অগ্নিসংযোগ

দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

ঋণ শোধ না করেই রিজার্ভ কমে গেল ৯শ মিলিয়ন ডলার