বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ
মে ২৯, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
পঠিত: ১১০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য তৈরিতে,  উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা । এসময়  সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

দুটি প্রতিষ্ঠান হলো ১। টিপানি ক্যামিকেল এন্ড কনজুমারঃ

আদালত পরিচালনাকালে টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার এর পণ্য উৎপাদন কারখানায় উৎপাদিত ভেজিটেবল সস বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দীর্ঘদীন বাজারজাত করছেন মর্মে পরিলক্ষিত হয়৷ এছাড়াও, সস উৎপাদনে উক্ত প্রতিষ্ঠান ক্ষতিকারক রং ব্যবহার করছেন এবং এই রং খাবার উপযোগী মর্মে কোন প্রমাণক তিনি দেখাতে পারেননি।

২। আলিফ ফুড বেকারিঃ

বিসিক শিল্পনগরীর আলিফ ফুড বেকারি নামের অন্য একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছেন। এছাড়াও, খাবার উৎপাদন এর কাজে নিয়োজিত কর্মীরাও কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছেন। খোলা অবস্থায় সকল প্রস্তুতকৃত বিস্কুট অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে।

আদালত কর্তৃক দন্ড আরোপঃ উল্লেখিত অপরাধসমূহের জন্য-

১। টিপানি ক্যামিকেল এন্ড কনজুমার কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, তৎক্ষণাৎ  অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা এবং

২।  আলিফ ফুড বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান, তৎক্ষণাৎ অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।

তবে আরোপিত অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় হওয়ায় কাউকে কারাগারে প্রেরণ করা হয়নি।

জনস্বার্থে এ ধরনের  অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা জেলার বিভিন্ন থানার রাজনৈতিক ও গায়েবি মামলা প্রত্যাহার 

যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

কুমিল্লায় একই দিনে তিনটি লাশ উদ্ধার

কুমিল্লায় চাঁদার জন্য কাপড় দোকানিকে গুলি, আটক ০১

কুমিল্লায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে তিন জনের জেল ও ৬ লাখ টাকা অর্থদণ্ড

উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মসজিদের ইমাম ও খতিবকে অপসরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ ৬৬ কেজি গাঁজাসহ আটক ০১

মাদবপুরে বসতবাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে পিতা-পুত্র-পুত্রবধু আহত

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র