মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
পঠিত: ৩৩ বার

কুমিল্লার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন আহমেদকে খুজে পাওয়া গেছে। তিনি দৈনিক সমাজকণ্ঠের প্রধান সম্পাদক, সেবা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতানের নির্বাহী পরিচালক এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনার করে যাচ্ছিলেন। তিনি কুমিল্লা জেলার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন বর্তমানে তিনি কুমিল্লা প্রেস ক্লাবের অন্যতম সদস্য।

মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ গত চারদিন পূর্বে তার মেয়ের নিজ বাসা সেগুনবাগিচা থেকে বের হয়ে বাসার নাম্বার খুঁজে না পেয়ে হারিয়ে যান। ওনাকে দীর্ঘ চার দিন খোঁজাখুঁজির পর গাজীপুরের একটি হসপিটাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলী ঢাকায় ডঃ মোহাম্মদ উল্লাহ ফিরোজ এর তত্ত্ববোধনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তাকে খুঁজে পাওয়ার জন্য বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাংবাদিক পরিবারের সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসীম উদ্দিন চাষী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ