বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

ঢাকা আউটলুক ডেস্ক :
সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:২৯ পূর্বাহ্ণ
পঠিত: ১১৮ বার

*ক্যাম্পাস প্রতিনিধিঃ*

তেজগাঁও কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শামীমা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও কলেজে অধ্যক্ষের কার্যালয়ে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা এ শুভেচ্ছা জানান।

এ সময় তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তাদের সংস্কারকৃত দফা/দাবীসমূহ নিয়ে বিস্তর আলোচনা করেন, সেখানে কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার প্রয়োজন, এর কোন বিকল্প নেই। সম্প্রতি দেশ সংস্কারে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া যৌক্তিক দফা/দাবীসমূহ নিয়ে আমি শিক্ষকদের সাথে গতকাল মতবিনিময় করেছি। আলোচনায় দফা/দাবীগুলো পর্যালোচনা করে প্রায় সবগুলোই যৌক্তিক মনে করেছেন শিক্ষকরা। আমরা যদি সবাই একত্রে চেষ্টা করি তবে বাস্তবায়ন করা সম্ভব। তবে আমি নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি, ভারপ্রাপ্ত হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই দাবি/দফাগুলো পূরণ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এইমুহূর্তে যেটা সম্ভব, ফর্ম-ফিলাপের বিষয়টি, তা কার্যকর করার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে তেজগাঁও কলেজকে রোল মডেল হিসেবে তৈরি করবো।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, তোমরা ক্লাসে ফিরে এসো। সকল যৌক্তিক দফা/দাবি মেনে নেয়া হবে বলেও আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শামীমা ইয়াসমিন। এ সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জনাব শামীমা ইয়াসমিন ম্যামকে আমরা সাদরে গ্রহণ করেছি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আমাদের দফা/দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন এবং তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের সাথে তিনি সর্বদা আছেন বলে আমরা বিশ্বাস করি।
আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যামকে যথাযথ সাহায্য করার চেষ্টা করবো। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই একটি নির্দলীয়, নিরপেক্ষ, সুন্দর এবং উন্মুক্ত ক্যাম্পাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক এক

কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

কুমিল্লা ঢাকা-চট্রগ্রাম মাহসড়কের পাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদ

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা: জেলা প্রশাসক

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

রূপগঞ্জে ৪ ছাত্রদল নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায়, বাঙ্গরা থানায় হামলায় নারীসহ আহত ২।

কুমিল্লায় সদর দক্ষিন উত্তররামপুর রহমত নগর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ১

একেএম মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি ঘোষণা রাঙ্গামাটি যাচ্ছেন সাংবাদিক কমিউনিটি (বিএসসি) নেতারা

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ