শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রণক্ষেত্র বাখরাবাদ স্কুল মাঠ

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ২৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
পঠিত: ৫৪ বার

কুমিল্লা আদর্শ সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতের দু’দফা হামলায় রণক্ষেত্র বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠ। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেই পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকাল ১১ টায় বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় মাঠে চাপাপুর এলাকার কয়েকজন ছেলে ফুটবল খেলতেছিলো। এমন সময় কিশোর গ্যাং সদস্য ছোটনের নেতৃত্বে সায়েম, আরাফাত, নিরব, সামির, কাঠ দোকানদার আনোয়ারসহ ১৫/২০ জন মাঠে এসে সবাইকে চলে যেতে বলে। তাদের হাতে ছিলো রামদা ও বিদেশী অস্ত্র, তা দেখে সকলে ভয়ে মাঠ ছেড়ে দেয়। মাঠ ছাড়তে দেরি হওয়ায় তাদের হাতে থাকা রামদা ও বিদেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। আশপাশের মানুষ এগিয়ে আসলে পুরো মাঠ রণক্ষেত্রে পরিনত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৭ জন ছেলে আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, চাঁপাপুর এলাকার রেজাউলের ছেলে রুপম (১৫), ধনপুর এলাকার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার বিল্লালের ছেলে নাজমুল (১৭), চাঁপাপুর এলাকার আরিফুর রহমান আরবের ছেলে জিসান (১৭) ও তার ছোট ভাই আরাফাত (১৬), পেয়ার মিয়ার ছেলে সুজন (৩০)নোয়াব মিয়ার ছেলে অপু (২০), দ্বীন মোহাম্মদের ছেলে সালাউদ্দিন (৩৮)।

আহত নাজমুল বলেন, মাঠ ছাড়তে একটু দেরি হওয়ায় কিশোরগ্যাং এর লিডার সায়েমসহ তারা সুইচ গেয়ার দিয়ে আমাদেরকে এলোপাতাড়ি কুপায়। আমরা তাদের গ্রেফতার করে এর বিচার চাই।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হামলাকারীরা কিশোর গ্যাং। ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীসহ ৩ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ট্রাক জব্দ, আটক ০৪

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপার কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর।

অধ্যক্ষ হওয়ার যোগ্যতা না থাকা স্বত্তেও দুই কলেজ থেকে অধ্যক্ষের ভাতা তুলছেন নামধারী অধ্যক্ষ

প্রতারণা ও ব্ল্যাকমেইলে জড়িত তানিয়া খানম ছনিয়া

সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্যদের হাত-পা ভেঙে দেয়া হবে: ওসি শাহিনূর আলম

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুভ নববর্ষ ১৪৩২ উৎযাপন উপলক্ষে কার্যক্রম সমূহ

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারে ১৮ লাখ টাকা বাজেট!

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

কুমিল্লায় ভূল চিকিৎসায় ৭ম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

দেশজুড়ে তোলপাড় আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা