রবিবার , ২৩ জুন ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে, নিহত ৯

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ২৩, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ
পঠিত: ১২৮ বার

নিজস্ব প্রতিবেদক //

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনায় শিশু সন্তানকে উদ্ধার করতে পারলেও স্ত্রীকে বাঁচাতে পারলাম না বলে আক্ষেপ করছেন যুবক সোহেল খান।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসেছিলেন সোহেল। মাইক্রোবাসটি পানিতে পড়ার পর তিনি গাড়ির কাচ ভেঙে তার শিশুসন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু স্ত্রীকে তিনি আর বের করতে পারেননি। এ সময় চোখের সামনে পানিতে মাইক্রোবাসটি তলিয়ে স্ত্রী রাইতি খান মারা যান।


শনিবার (২২ জুন) দুপুরে বরগুনার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে দুর্ঘটনার পরই বিলাপ করে এ কথাগুলো বলছিলেন সোহেল খান। এ দুর্ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিকেলে মরদেহ নিয়ে বরগুনার আমতলী থেকে মাদারীপুরে রওনা হয় একটি ট্রাক।

গণমাধ্যমকে সোহেল খান জানান, হলদিয়া ইউনিয়ন থেকে আমতলী পৌর শহরে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন তার শ্যালিকার বৌভাতে। মাইক্রোবাসে মোট ১৭ জন যাত্রী ছিলেন। আমতলী উপজেলার হলদিয়া ও চাওরা ইউনিয়নের মধ্যবর্তী খালের সেতু অতিক্রম করার সময় সেতু ধসে খালে পড়ে যায়। মাইক্রোবাসে চালকের আসনের পাশে তিনি তার সাত মাস বয়সী শিশুসন্তান সাব্বিরকে কোলে নিয়ে বসে ছিলেন। তিনি বলেন, মাইক্রোবাসটি পানিতে পড়ার পর তিনি গ্লাস ভেঙে তার শিশুসন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তার স্ত্রীকে তিনি আর বের করতে পারেননি। এ সময় পানিতে মাইক্রোবাসটি তলিয়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে তার স্ত্রী রাইতি খান মারা যান। আমতলীতে মাইক্রোবাস খালে পড়ার ঘটনায় মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন নারী ও দুই শিশু রয়েছেন।
নিহতরা হলেন: মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), সবুজের মা ফরিদা বেগম (৪০), মামী মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭) ও তাসদিয়া (১১) এবং আরেক মামী ফাতেমা বেগম (৪০)। বাকি দুজন হলেন: আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া (২৮) এবং শিশুকন্যা রিদি (৫)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নগরীতে ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ০২

কুমিল্লায় ট্রেন এবং অটোরিকশা সংঘর্ষে নিহত ০৭

কুমিল্লার সদর দক্ষিনে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে গণধোলাই

সাংবাদিক অর্ণবকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহীনি দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে- কুমিল্লা জেলা পুলিশ সুপার

বাঙ্গরায় জানালার গ্রীলে ঝুলেছিল মাদ্রাসা ছাত্রের লাশ, মৃত্যু নিয়ে রহস্য।

ইসরায়েল ‘ভুল’ করলে আরও বিধ্বংসী হামলা চালাবে ইরান কঠিন হুশিয়ারি

বৃষ্টির পানি আটকিয়ে ভেঙ্গে গেছে বসত ঘর, বিপাকে পরিবার