রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হত্যা করলো ছাত্রদল কর্মীকে

অনলাইন ডেস্ক:
এপ্রিল ২০, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
পঠিত: ২৪ বার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজ-কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার এর নেতৃত্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী পারভেজের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এ বর্বর ঘটনা ঘটে।

জানাযায় তার নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং ছাত্রদলের সক্রিয় কর্মী । তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
নিহত শিক্ষার্থী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ইংরেজি বিভাগ ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষারের সাথে। পরবর্তীতে একটি দোকানে বান্ধবীদের নিয়ে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার বহিরাগতদের নিয়ে এসে ফের হামলা চালায়। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামাতো ভাই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন ওসি রাসেল। তিনি বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের সামনে বসার যায়গাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হওয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষার বহিরাগত সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত