মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মানবিক করিডোর-শুরু হতে না হতেই মায়ানমার থেকে আসা বিশাল অস্ত্রের চালান উদ্ধার

অনলাইন ডেস্ক:
মে ২০, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
পঠিত: ১২৪ বার

টেকনাফ ২০ মে ২৫ কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে প্রবেশকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী। সোমবার মধ্যরাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪নং ব্রিজ এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দুনলা বন্দুক, তিনটি একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মিয়ানমার থেকে অস্ত্রের একটি বড় চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের খবরে সোমবার রাত ১টার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করে। এ সময় চারজন ব্যক্তিকে বস্তাসহ পাহাড়ে উঠতে দেখা গেলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পাচারকারীরা ফাঁকা গুলির শব্দে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পাহাড়ের গহীনে পালিয়ে যায়।
এ ঘটনা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ক্রমবর্ধমান অস্ত্র পাচারের প্রবণতাকে আরও একবার সামনে এনেছে। বিশেষ করে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশের মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই করিডোর মানবিক সহায়তার পাশাপাশি অস্ত্র পাচার ও অবৈধ কার্যক্রমের সুযোগ সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
টেকনাফে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের এই ঘটনা সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরে। কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে অস্ত্র পাচার বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। মানবিক করিডোরের সুযোগে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেলে তা সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মানবিক সহায়তার ভারসাম্য রক্ষা করার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2