শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ১৮, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ
পঠিত: ৭৭ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেফতারকৃতের নাম-নাজমুল এহসান নাঈম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) দুপুর ১২:০০ মিনিটে ময়মনসিংহ সদর এলাকা হতে ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন সূত্রে জানা যায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়। পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসেবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬০০০ টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬০০০ টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেয়া হয়।

ডিবি সাইবার সূত্রে আরো জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়। পরবর্তী সময়ে আজ দুপুরে ময়মনসিংহ সদর এলাকা হতে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গনিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকাতে সিরিয়াল কিলার স্বপন আটক

ভূরুঙ্গামারী থানার ওসির বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও গ্রেফতার করার অভিযোগ

দেশের ১০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

কুমিল্লা জেলার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অভিযানে মাটিকাটা ও খাল পুনরুদ্ধার

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

গোপন সমঝোতায় চোরাকারবারিদের সহযোগিতার অভিযোগ ওসি দেলোয়ারের বিরুদ্ধে

কুমিল্লায় ২০০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

কুমিল্লার দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন