সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ২৪ ক্যান বিয়ার’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
পঠিত: ১৬২ বার

১৬ সেপ্টেম্বর ২০২৪ র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২ জন আসামীকে গ্রেফতার করেন।
এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) এবং ২। মিজান (৩১) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। ১। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টামটা গ্রামের মৃত আব্দুল মান্না এর ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪), ২। একই গ্রামের মৃত সামসু মিয়া এর ছেলে মিজান (৩১)।

র‍্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

 

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

২১ মামলার আসামী মাদক সম্রাট আল মামুন মাদকসহ গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাং সিবিকে ও র-স্কোয়াড গ্রুপের আরো ১২ সদস্য গ্রেফতার

আজ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র আন্দোলনেও দক্ষিণখান থানার ব্যতিক্রম দৃষ্টান্ত

কুমিল্লা সদর দক্ষিণে চুরি ছিনতাই ও ডাকাতির রহস্য কি!

কুমিল্লায় আইনজীবি হত্যা মামলার  অন্যতম আসামী স্বেচ্চাসেবক লীগ নেতা বাচ্চু ও সহযোগী ফাহিম যৌথবাহীনির হাতে গ্রেফতার

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লিচুবাহীট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে, নিহত ০২।

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান 

কুমিল্লায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চাপায় পিস্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত