বুধবার , ১১ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে জমি বিক্রির টাকা আত্মসাৎ হত্যার ঘটনায় অন্তঃসত্বা ছোট বোনকে হত্যার মূল আসামী বড় ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জুন ১১, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
পঠিত: ৫৪ বার

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন দিগরাবাইদ এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার চরজব্বর থানার মামলা নং-০৬, তারিখ-১৪/০৫/২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং মূল আসামী মোহাম্মদ হোসেন (৪৯), পিতা- আলী আকবর, মাতা-আয়েশা বেগম, সাং- পূর্ব চরমজিদ, ০৮ নং ওয়ার্ড, ০৭ নং চরবাটা ইউপি, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এজাহার পর্যালোচনায় জানা যায় যে, সূত্রে বর্ণিত মামলার ভিকটিম এজাহারনামীয় ০১ নং মূল আসামী মোঃ হোসেন (৪৯) এর ছোট বোন। ভিকটিম হালিমা খাতুন এজাহারনামীয় ০১ নং আসামী থেকে পৈত্রিক বাড়ির সম্পত্তি ক্রয় করে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ধাপে ধাপে টাকা পরিশোধ করে। গত ০৫/০৫/২০২৫ইং এজাহারনামীয় ০১ নং আসামীর কথামতো ভিকটিম লিখিত স্ট্যাম্পটি ফেরত নেওয়ার জন্য ০১ নং আসামীর ভাড়া বাসায় গেলে  ৫.৩০ মিনিটে সময় এজাহারনামীয় ০১ নং আসামী সহ অপরাপর আসামীরা পরিকল্পিতভাবে ভিকটিমের প্রদত্ত টাকাগুলো আত্মসাৎ এর জন্য জোরপূর্বক ভিকটিমের হাত-পা ধরে রেখে মাথার বাম পাশে, চোখ, নাক ও বাম গালের উপর ইট দিয়ে অনবরত আঘাত করতঃ গুরুতর জখম করে। ভিকটিমের শোর-চিৎকারে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে এবং পরবর্তীতে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিগত ০৯/০৫/২০২৫ইং রাত ১০.০০ ঘটিকার সময় ৬ মাসের অন্তঃসত্তা অবস্থায় গর্ভের শিশু সহ মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখপূর্বক এজাহার দায়ের করলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে এর মূল আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। এরই ধারাবাহিকতায় ইং-১১/০৬/২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ছায়া তদন্তের মাধ্যমে যৌথ অপারেশনে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং মূল আসামী মোহাম্মদ হোসেন (৪৯), পিতা- আলী আকবর, মাতা- আয়েশা বেগম, সাং- পূর্ব চরমজিদ, ০৮ নং ওয়ার্ড, ০৭ নং চরবাটা ইউপি, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন দিগরাবাইদ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে আসামী নিজে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। সূত্রোক্ত মামলার অপরাপর সহযোগী আসামী গ্রেপ্তারে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযান চলমান আছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কাশিপুর গ্রামে প্রকাশ্যে সোহেল নামক যুবককে মারধ

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমিকাকে ধর্ষণ করলো প্রেমিক থানায় মামলা

সাংবাদিক সাঈদুর রহমান রিমন” স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা?

জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, কোন শাসন ক্ষমতায় আছে তা নিয়ে জাতিসংঘের কোন চিন্তা নেই, তিনি যোগ করেছেন যে আওয়ামী লীগের পতনের পর থেকে যে অধিকার লঙ্ঘন ও অপব্যবহার হয়েছে তাও তুর্কি সফরের আওতায় আসবে

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারে ১৮ লাখ টাকা বাজেট!

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

সাংবাদিকদের সত্য উদ্ঘাটন ও প্রকাশে নির্ভীক হতে হবে: কাদের গনি চৌধুরী

কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে অনিয়মে”র অভিযোগ